টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহর

নিউজিল্যান্ডের চলতি সফরে এখনও জয়ের দেখা পায়নি টাইগাররা। প্রথম টেস্টে চার দিন লড়াই করে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টে হারের ব্যবধান ইনিংস ও ১২ রানে। অথচ বৃষ্টিতে প্রথম দুই দিন খেলাই হয়নি।

তারপরও বাংলাদেশ পারেনি অন্তত ড্র করতে।

দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

কিউইদের বিপক্ষে হ্যামিল্টনে ২২ ও ১৪৬ রান করে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪০তম স্থানে ওঠেন মাহমুদউল্লাহ।

ওয়েলিংটনে প্রথম ইনিংসে ১৩ রানে আউট হন অধিনায়ক। তবে দ্বিতীয় ইনিংসে অন্যদের ব্যর্থতায় তার ৬৭ রানই ছিল দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস। এমন পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ের ৩৪ তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

এসএইচ-১৪/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)