মসজিদে এলোপাথাড়ি গুলিতে নিহত ৬, তামিমরা নিরাপদ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদের ভেতরে ঢুকে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ৬ জন নিহত হয়েছেন।

ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে ইএসপিএন’র এক সাংবাদিক।

শুক্রবার ওই মসজিদে জুমার নামাজের পরপরই বন্দুরকধারীরা এই হামলা চালায় বলে জানা গেছে।

এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন।

অনুশীলন শেষে তাঁরা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে।

এসএইচ-০২/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)