মেসি-রোনালদোকে নিয়ে কি বললেন ম্যারাডোনা

রোনালদো-মেসির মধ্যে সেরা কে? সেই নিয়ে তর্ক-বিতর্ক থাকবেই! চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে রোনালদোর পারফরম্যান্স দেখার পর অবশ্য মেসির চেয়ে রোনালদোকেই এগিয়ে রাখছেন দিয়াগো ম্যারাডোনা৷

ফুটবল দুনিয়ায় দুই যাদুকরই দলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে তুলেছেন৷ চলতি সপ্তাহে দ্বিতীয় লেগের লড়াইয়ে দুই তারকার ঝুলিতে গোল রয়েছে৷ কিন্তু অনেকের বিচারে গোল করার ক্ষিপ্রতায় মেসিকে ছাপিয়ে গিয়েছেন রোনালদো৷ ম্যারাডোনাও তাই বলছেন৷

দুই তারকার ম্যাচ দেখে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের দ্বৈরথে দাড়ি টেনে আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, মেসির আর্জেন্টিনার গর্ব৷ কিন্তু রোনালদো অন্য জাতের৷ ওকে দেখলে পশু বলে মনে হয়৷ শারীরিক ক্ষমতায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো৷ ০-২ পিছিয়ে থেকে তিন গোল করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ নিজের খেলার মধ্যে দিয়ে কথা রেখেছে।

উল্লেখ্য বুধবার রাতে অ্যাটলেতিকোর বিরুদ্ধে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট পাইয়ে দিয়েছেন রোনালদো৷ প্রথম লেগে ০-২ পিছিয়ে থাকা অবস্থায় শুরু করে দ্বিতীয় লেগে একক দক্ষতায় দলকে খাদের কিনারা থেকে তুলে ধরেন৷

দু’টি দুরন্ত হেডে ক্ষিপ্রতার পরিচয় রেখেছেন, সেই সঙ্গে পেনাল্টিতে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো৷ চ্যাম্পিয়ন্স লিগে এটি রোনালদোর ৮ নম্বর হ্যাটট্রিক৷ ইউরোপ সেরার লড়াইয়ের এখনও পর্যন্ত আটটি হ্যাটট্রিক করে মেসিও একই বিন্দুতে রয়েছেন৷

একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে অবশ্য জোর টক্কর দিচ্ছেন রোনালদো-মেসি৷ তুরিনে রোনালদো কার্যত একার কাঁধে ওল্ড লেডিকে টেনে নিয়ে গিয়েছেন৷ মেসি কাতালান ক্লাবকে পরের রাউন্ডে তুলে নিয়ে যেতে পাশে পেলেন কুটিনহো, পিকে, দেম্বেলেদের৷

লিয়ঁর ঘরের মাঠে গোলশূন্য ড্র করে আসা বার্সেলোনা ন্যু ক্যাম্পে ফরাসি দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় যেখানে জোড়া গোল করে সামনে থেকে নেতৃত্ব দিলেন মেসি৷ বার্সেলোনাকে রেকর্ড ১২ বার একটানা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দরজা খুলে দিলেন লিও৷ যদিও মেসি উজ্জ্বল হলেও রোনালদোকেই চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত সম্রাট বলে মনে করছে ফুটবলমহল৷ সেই সুরেই সুর মিলিয়ে ক্রিশ্চিয়ানোকেই মেসির চেয়ে এগিয়ে রাখলেন ম্যারাডোনা৷

এসএইচ-১৫/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)