ম্যাককালাম ক্রাইস্টচার্চ হামলা নিয়ে যা বললেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শোকে আচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। সেই শোক ছুঁয়ে গেছে খোদ কিউই কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালামকে। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজের শোকের কথা জানিয়েছেন তিনি।

ম্যাককালাম লিখেছেন, আমাদের দেশের ইতিহাসের এটি কালো অধ্যায়। প্রিয় দেশের মানুষ ও মুসলিম ভাই-বোনদের প্রতি আমি সহমর্মিতা জানাই।

গেল শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে নৃশংস সন্ত্রাসী হামলায় ৪১ জন নিহত হন। আহত হন প্রায় ৩০ জন। তবে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা।

সেই মসজিদেই জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তারা। একটু এদিক ওদিক হলেই বড় কিছু ঘটতে পারত।

সেই জেরে বাংলাদেশ-নিইজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে এসেছেন টাইগাররা। থমকে গেছে কিউইদের জীবনযাত্রা। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছেন দেশটির জনগণ। ক্রিকেট তারকারাও ব্যতিক্রম নন।

এসএইচ-০৯/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)