টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ঐতিহ্য ভাঙ্গছে অ্যাশেজ

ওয়ানডে ক্রিকেটে জার্সির গায়ে খেলোয়াড়দের নাম লেখা থাকলেও সাদা পোশাকে তা ছিল না। টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ঐতিহ্য ভাঙতে চলছে।

আসন্ন অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের জার্সিতে লেখা থাকবে তাদের নাম ও নম্বর।

পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। অ্যাজবাস্টনে প্রথম টেস্ট থেকেই নিজেদের নামের জার্সি পরে মাঠে নামতে পরে দুই দলের ক্রিকেটাররা। ইংলিশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এই পদ্ধতি চালু করতে আইসিসির অনুমতি চাইবে।

শুরুর দিকে ওয়ানডে ক্রিকেটেও জার্সিতে নাম ও নম্বর ছিল না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াই এই প্রথা চালু করে। আন্তর্জাতিক পর্যায়ে ১৯৯২ এর বিশ্বকাপে প্রথম জার্সিতে নাম প্রচলন শুরু হয়।

তার আগেই ১৯৯০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের ঘরোয়া ক্রিকেটে এ রীতি চালু করেছিল। তবে নম্বর প্রথা চালু হয় ১৯৯৯ সালে।

এসএইচ-১০/২০/১৯ (স্পোর্টস ডেস্ক)