বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর আগে অস্ট্রেলিয়া বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করেছিল স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও কড়া সিদ্ধান্ত নেয়।
আইপিএল থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছিল এই দুই অজি তারকাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথদের নিবার্সন শেষ হচ্ছে ২৯ মার্চ। তার আগে আইপিএল খেলতে অবশ্য সমস্যা হবে না এই দুই অস্ট্রেলীয় ক্রিকেটারের।
স্মিথ ও ওয়ার্নার দু’জনেই ফিরেছেন এবারের আইপিএলে। পুরোপুরি সুস্থ হলে রাজস্থান রয়্যালসের হয়ে স্মিথকে মাঠে ফিরতে দেখা যাবে ২৫ মার্চ।
শুক্রবার রাজস্থান রয়্যালসের জার্সি উন্মোচনে স্মিথ বলেছেন, ‘‘আমি এবার সব ম্যাচের জন্যই আছি। গতবার কেন আইপিএলে খেলতে পারিনি, তার উত্তর একমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডই দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে আইপিএল খেলার জন্য মুখিয়ে আছি।’’
এসএইচ-১২/২৩/১৯ (স্পোর্টস ডেস্ক)