শতভাগ ফিট থেকে বিশ্বকাপ খেলার প্রত্যাশা তাসকিনের

২০১৯ সালের ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শনিবার ডানহাতি এই পেসার বলেন, ২০১৫ বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্য রকম।

আমার স্বপ্ন বিশ্বকাপ খেলা। জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কী হবে। দোয়া চাই, যেন শতভাগ ফিট থেকে বিশ্বকাপে খেলতে ও ভালো করতে পারি।

বিপিএলে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। ২২ উইকেট তুলে নিয়ে সেরা দুইয়ে ছিলেন। তার পুরষ্কারও পান। জাতীয় দলের বাইরে ছিলেন প্রায় ৯ মাস। বিপিএলে পারফরম্যান্স করায় নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে ডাক পান। তবে চোটের কারণে সফর থেকে ছিটকে যান তাসকিন।

দেড় মাসের পুনর্বাসন শেষে হালকা দৌড় শুরু করেছেন তাসকিন। বললেন, শঙ্কা ছিল, একটু ব্যথা লাগতে পারে।কিন্তু লাগেনি।

ফিটনেস ফিরে পেতে ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচও খেলবেন তাসকিন। ২০১৫ বিশ্বকাপে উইকেট শিকারে (৯টি) বাংলাদেশের সেরা বোলার ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপেও লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে চান।

বললেন, কোচ, অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটাররা নিয়মিত খোঁজখবর নিচ্ছে। এটা ভীষণ অনুপ্রাণিত করছে আমাকে। এখন কঠোর পরিশ্রম করে দলে ফিরতে চাই।

এসএইচ-১৪/২৪/১৯ (স্পোর্টস ডেস্ক)