সুপ্রিম কোর্টের শরনাপন্ন ধোনি

বাড়ি কিনতে আসা কয়েক হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে ভারতের রিয়েল এস্টেট কোম্পানি আ¤্পালি গ্রুপ। সেই তালিকায় নাম রয়েছে ধোনিরও। কোম্পানির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং ঠকানোর অভিযোগ এনেছেন ভারতের সাবেক অধিনায়ক। এমনকি পাওনা টাকার জন্য সরাসরি উচ্চ আদালতের কাছেও ধরনা দিয়েছেন তিনি।

গত ৬ বছর ধরে বিভিন্ন সময়ে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্যে ধোনিকে ব্যবহার করেছিল আম্রপালি। ২০০৯ সালে ধোনির সঙ্গে তাদের চুক্তি হয়।

কিন্তু ২০১৬ সালে প্রতারিত গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করলে চুক্তি থেকে বেরিয়ে আসেন এম এস ধোনি। তার স্ত্রী সাক্ষীও এই সংস্থার সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সব মিলিয়ে সংস্থার থেকে এখনও ৪০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে তার।

ধোনি নিজেই জানিয়েছেন, ‘আম্রপালি গ্রুপের থেকে আমি ৩৮ কোটি ৯৫ লাখের কিছু বেশি পাই। তার মধ্যে ২২ কোটি ৫৩ লাখ টাকা মূলধন এবং ১৬ কোটি ৪২ কোটি টাকা ১৮ শতাংশ সিম্পল ইন্টারেস্ট।’ দাবি প্রমাণ করতে সংস্থার সঙ্গে সব চুক্তির নথিও শীর্ষ আদালতে জমা দিয়েছেন এম এস ধোনি।

উল্লেখ্য, গত মাসে সুপ্রিম কোর্ট আম্রপালি গ্রুপের সিএমডি অনিল শর্মা ও অন্য দুই ডিরেকটরকে গ্রেফতারের জন্য দিল্লি পুলিশকে অনুমতি দিয়েছিল। দক্ষিণ দিল্লিতে অনিলের বাংলোসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছিল।

এসএইচ-১৬/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)