সোনায় মোড়ানো মেসির মুঠোফোন

সবচেয়ে দামি মোবাইল ফোন ‘আইফোন এক্সএস ম্যাক্স’ব্যবহার করেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। সেটিকে আরো দামি করে তুলেছেন তিনি নিজে। তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ক্যারেট সোনা দিয়ে মুড়িয়েছেন।

এতে তার ফোনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মোবাইলের একটিতে পরিণত হয়েছে। কাভারের ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠান আইডিজাইন গোল্ড।

মোবাইলের পেছনে সোনা দিয়ে নিজের নাম ও জার্সি নম্বর লিখেছেন মেসি। শুধু তাই নয়, নিজের নাম-নম্বরের নিচে লিখেছেন স্ত্রী ও তিন সন্তানের নামও।

সবই খোদাই করা হয়েছে। মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়। অনেকে আবার একধাপ এগিয়ে বলেন ফুটবলের ম্যাজিশিয়ান। খেলাটির এমন কোনো কৌশল নেই যা জানা নেই ৩১ বছর বয়সী এই ফুটবলারের।

তবে মজার বিষয়, মোবাইল ব্যবহারে ফুটবল স্কিলের ঠিক বিপরীত মেসি। এ নিয়ে ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় মজাও করেন তার ভক্তরা। তাহলে কী কিছুটা উন্নতি হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন এই সুপারস্টারের।

এসএইচ-১৯/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)