ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্মম হামলার ঘটনায় হৃদয় ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের ওফা তুঙ্গাফাসির নামের এক রাগবি খেলোয়াড়ের।
সেদিনের ঘটনা এই খেলোয়াড়কে এতটাই আলোড়িত করেছে যে, তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই খবব জানিয়েছে।
ওফা তুঙ্গাফাসির সাথে আরও ইসলাম ধর্ম গ্রহণ করেন ওফার সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামস।
এদিকে, ইসলাম ধর্ম গ্রহণের পর বিভিন্ন ধর্মের আত্মীয় ও বন্ধুরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।
এসএইচ-১০/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)