২৮ মার্চ, বৃহস্পতিবার রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। বেলা পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন আরও অনেকে।
বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইটবার্তায় এই আহ্বান জানান তিনি।
এদিন আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফআর টাওয়ার থেকে লাফও দেন। এ ছাড়াও কয়েকজন ভবনের পাশে থাকা তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে আহত হন। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এসব ব্যক্তিকে রক্ত দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন মাশরাফি।
মাশরাফি তার টুইটে লেখেন, ‘আপনারা যারা বনানী, গুলশান ও ক্যান্টনমেন্ট এলাকায় রয়েছেন, তারা দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।’
বনানীর অগ্নিকাণ্ডের খবর মুহূর্তের মধ্যে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। বিষয়টি পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেটারদের কানেও। এই খবর শুনে চুপ করে থাকেননি তারা। বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই শোক জানিয়েছেন রুবেল হোসেন, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
এফআর টাওয়ার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
আরএম-০৪/২৯/০৩ (স্পোর্টস ডেস্ক)