ক্রিকেট কর্তাদের কি বলতে চাইলেন ইমরান খাঁন?

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। এর আগে টানা হারে দিশেহারা পাকিস্তান। বিষয়টি ভালো নজরে নেননি দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ক্রিকেটের স্বীকৃত দুই ফরম্যাট টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচেও নেই পাকিস্তান। তাই দ্রুত এই অবস্থার পরিবর্তন চান তিনি।

গত বছর আফগানিস্তান, হংকং ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে জিতেছে সরফরাজ বাহিনী। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ক্রিকেটের নব্যশক্তি বাংলাদেশ, পরাশক্তি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে হেরেছে দলটি।

বিশ্বকাপে এই দল নিয়ে আশা কতটুকু? সেই আশা পুনরুজ্জীবিত করতে ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করেছেন। পিসিবি কর্মকর্তাদের চরম সমালোচনা করেছেন। তিনি বলেন, নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট। সমাধানে সবাইকে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে।

পরিপ্রেক্ষিতে ইমরানকে বোঝাতে নানা যুক্তি পেশ করেন পিসিবি কর্তারা। যুক্তি খণ্ডাতে সাবেক কিংবদন্তি অলরাউন্ডার সোজাসাপ্টা বলেন, ৪০ বছর ধরে ক্রিকেট খেলেছি। আমাকে বোঝাতে এসো না।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। সেই সাথে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপ তার নেতৃতে ঘরে তুলে পাকিস্তান। দেশটির সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত তিনি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে জড়িয়ে পড়েন রাজনীতিতে। সেখানেও সফল সাবেক পাকিস্তান অধিনায়ক। এখন নানা সমস্যাজর্জর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইমরান খান।

এসএইচ-০৮/২৯/১৯ (স্পোর্টস ডেস্ক)