দুই ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ দুই ম্যাচে তারা মাঠে নামবে ফুরফুরে মেজাজে। বিশ্বকাপকে সামনে রেখে তাই এই দুই ম্যাচে বিশ্রামে পাঠানো হয়েছে প্যাট কামিন্সকে।
কামিন্স অবশ্য সিরিজে একটি ওয়ানডেই খেলেছেন। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলে ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। অস্ট্রেলিয়া ম্যাচটি ৮০ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয়।
এদিকে ইনজুরির কারণে দলের বাইরে আছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডও। ফলে পরবর্তী দুই ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন নাথান কল্টের-নিল, জেসন বেহার্নডর্ফ ও কেন রিচার্ডসন।
এই তিন পেসারের সামনে সুযোগ দলের নিজেদের অবস্থান গড়ে নেওয়ার।
এদিকে বৃহস্পতিবারই ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। যদিও বিশ্বকাপের আগে দলে ফেরার সুযোগ নেই তাদের। বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন স্মিথ ও তার ডেপুটি।
এসএইচ-১১/২৯/১৯ (স্পোর্টস ডেস্ক)