আইপিএলে অভিষেকের রেকর্ড

প্রাথমিক ভাবে নিলামে নাম ছিল না বছর ষোলোর ছেলেটার। নিলামের প্রাক মুহূর্তে বিসিসিআই সিএবিকে জানায় প্রয়াসের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কথা। এরপর বোর্ডের কাছে নাম যায় এই স্পিনারের। বাকিটা ইতিহাস। ডিসেম্বরের মাঝামাঝি আইপিএল নিলামে ১.৫ কোটি টাকায় কোহলির দলে অন্তর্ভুক্ত হন প্রয়াস রায় বর্মন।

দলে সুযোগ পেয়েছিলেন আগেই। রোববার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেক হয়ে গেল এই স্পিনারের।

১৬ বছর ১৫৭ দিনে আইপিএলে অভিষেকের সঙ্গে সঙ্গে কিশোর এই ক্রিকেটার পিছনে ফেললেন আফগান ক্রিকেটার মুজিব-উর রহমানের ১৭ বছর ১১ দিনে আইপিএল অভিষেকের নজির।

আইপিএল নিলামে ডাক পাওয়ার পর থেকেই প্রয়াসকে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে উৎসাহী মিডিয়া। তবে দুর্গাপুরে বেড়ে ওঠা এই ক্রিকেটার অপেক্ষায় ছিলেন ফ্র্যাঞ্চাইজি দলে যোগদান করে কোহলির সান্নিধ্যের অপেক্ষায়।

কারণটা অবশ্যই প্রয়াসের রোল মডেল জাতীয় দলের অধিনায়ক তথা ব্যাঙ্গালুুরু ফ্র্যাঞ্চাইজি দলনেতা বিরাট কোহলি। এমনকি ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে প্রয়াস রয়্যাল চ্যালেঞ্জার্সের ফলোয়ার।

এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নেন বিরাট কোহলি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে এদিন একটিমাত্র পরিবর্তন করে ব্যাঙ্গালুুরু থিঙ্ক-ট্যাঙ্ক। নভদীপ সাইনির পরিবর্তে সুযোগ দেওয়া হয় প্রয়াসকে। ফ্র্যাঞ্চাইজি লিগে রোল মডেল কোহলির দলে সুযোগ পাওয়ার আগে অনুর্ধ্ব-১৯ ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন প্রয়াস।

এসএইচ-০৮/৩১/১৯ (স্পোর্টস ডেস্ক)