টিম ইন্ডিয়ার মুকুটে নতুন পালক। টানা তিন বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মেস কোহলিদের দখলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে আজই সেই ঘোষনা করা হয়েছে। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এবারও এক নম্বর জায়গা ধরে রাখল টিম ইন্ডিয়া। আর এই সুবাদেই এক মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পাবে ভারতীয় ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে বছর শুরু করে ভারত। এরপর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে হেরে বসে কোহলির দল। ঘরের মাঠে আফগানিস্তানকে একটি মাত্র টেস্টে হারানোর পাশাপাশি ক্যারিবিয়ানদেরও ২-০ ব্যবধানে হারায় ভারত। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে অজিদের ২-১ ব্যবধানে হারায় কোহলির ভারত।
টানা তৃতীয়বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মেস নিজেদের দখলে রাখার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, “টানা তৃতীয়বার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ মেস নিজেদের দখলে রাখতে পেরে আমরা গর্বিত।
আমাদের দল এই ফরম্যাটে ভালো খেলেছে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আমাদের আনন্দ দেয়। আমরা সবাই টেস্ট ক্রিকেটের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল এবং এই ফরম্যাটে আমরাই সেরা এবং জানি কীভাবে আমরা উন্নতি করতে পারি।”
সেই সঙ্গে বিরাট কোহলি আরও বলেন, “আমাদের দলের অনেক গভীরতা রয়েছে এবং আমি নিশ্চিত যে এই বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। যা আমাদের পক্ষে যাবে। টেস্ট ক্রিকেটে আমাদের আরও প্রত্যাশা বাড়ছে।”
এসএইচ-০৮/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)