মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে এক থ্রি হুইলার চালককে আহত করেছিলেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে। এ অপরাধের জন্য বাতিল হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স। নিজের অপ্রত্যাশিত এমন ঘটনার জন্যে এবার সবার কাছে ক্ষমা চেয়েছেন লঙ্কান এ টেস্ট অধিনায়ক।
গত রোববার মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এক থ্রি হুইলার চালকের সঙ্গে সংঘর্ষ বাধে করুনারত্নের। ওই ব্যক্তির আঘাত গুরুতর না হলেও নৈতিক দিক বিবেচনা করে তার দেখাশুনার কথা জানিয়েছেন করুনারত্নে। জাতীয় দলের একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এমন আচরণ ঠিক হয়নি বলে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন তিনি।
‘আপানারা হয়তো বিব্রতকর একটি সংবাদ শুনেছেন যা গতকাল (রোবাবার) সকালেই ঘটেছে। কলম্বোতে আমি যে গাড়িটি করে বাড়ি ফিরছিলাম দুর্ভাগ্যজনক ভাবে তা ছোট একটি দুর্ঘটনার মুখে পড়েছে। প্রথমে আমি সেই গাড়ি মালিকের কাছে ক্ষমা চাইছি। যিনি আহত হয়েছেন। এমনকি তিনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’
থ্রি হুইলার চালকের সুস্থতা এবং তার প্রতি নৈতিক দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে করুনারত্বে বলেন, ‘আপনাদের একটি তথ্য দিতে পেরে দারুণ বোধ করছি যে সেই ব্যক্তিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। তার প্রতি আমার নৈতিক দায়িত্বের বিষয়টিও নিশ্চিত করছি। যাতে তার সুচিকিৎসা ও দেখভাল করার বিষয়টি সুনিশ্চিত হয়।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অধিনায়কের দায়িত্বে ছিলেন করুনারত্নে। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে দলকে নেত্বত্ব দেওয়ার আলোচনায় ছিলেন তিনি।তবে টেস্ট অধিনায়কের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে পেশাদারি জীবনেও হয়তো শাস্তির মুখে পরতে পারেন করুনারত্বে।
এসএইচ-১৭/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)