ট্রাম্পকে নিয়ে মন্তব্য করে বিতর্কে ম্যারাডোনা

বিতর্ক যেন ডিয়েগো ম্যারাডোনার চির সঙ্গী। প্রায়শই নানা বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগিয়ে বিতর্কে জড়ালেন ম্যারাডোনা।

লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের সাথে ম্যারাডোনার সম্পর্ক বেশ পুরনোই। এর আগে কিউবা বিপ্লবের নায়ক ফিদেল ক্যাস্ট্রোর সাথে ছিল সখ্যতা তার। এবার মজেছেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোতে।

ভেনেজুয়েলায় গিয়ে বন্ধু মাদুরোর হয়ে নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রেরে নেতৃত্বে ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিশ্ব। এই টান পোড়েনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। মাদুরো সরকারকে হঠাতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ অবস্থায় মাদুরোর পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তোপ দাগান ম্যারাডোনা। কয়েকদিন আগে তাম্পিকো বিপক্ষে ম্যারাডোনার ক্লাব দোরাদোস দে সিনেলোয়ার ৩-২ গোলের ব্যবধানে জেতে। এই জয়ে মেক্সিকোর দ্বিতীয় বিভাগীয় লিগের চতুর্থ স্থানে চলে এসেছে ম্যারাডোনার দল।

দারুণ এই জয় উদযাপন করতেই গিয়েই ট্রাম্পকে ধুয়ে দেন ম্যারাডোনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই জয়টি তিনি উৎসর্গ করেন ভেনেজুয়েলা মানুষ ও দেশটির প্রেসিডেন্টকে, ‘এই জয় আমি নিকোলাস মাদুরো আর ভেনেজ়ুয়েলার মানুষকে উৎসর্গ করছি। যারা এই মুহূর্তে প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে।’

এই উৎসর্গেই থেকে থাকলে কথা ছিল। কিন্তু তার পরেই ট্রাম্পকে এক চোট নেন তিনি। বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের দুনিয়ার শেরিফ (প্রধান) মনে করে। সবাইকে বলে বেড়ায়, বিশ্বের সব চেয়ে শক্তিশালী বোমা তাদের কাছে আছে। যে কোনো সময় সেই বোমা কোনো জায়গায় ফেলে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আমাদের সঙ্গে সেটা কিছুতেই হতে দেব না।’

এদিকে এ ধরনের বিতর্কিত বক্তব্যে নড়েচড়ে বসেছে মেক্সিকো। দেশটির আইন অনুযায়ী ফুটবলের সঙ্গে জড়িতে সবাইকে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ থাকতে হবে। মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের শৃঙ্খলা কমিটি এরই মধ্যে ম্যারাডোনার মন্তব্য নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।

এসএইচ-০৮/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)