ম্যানেজার চূড়ান্ত করেনি বোর্ড, আলোচনায় ‘দুই খালেদ’

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। চার বছর পর ইংল্যান্ড বিশ্বকাপেও কি এই দায়িত্বে তাকেই দেখা যাবে?

জানা যাবে কিছুদিনের মধ্যে। তবে সুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে এ তালিকায় আছে জাতীয় দলের আরেক প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের নাম। যিনি সবশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজারের ভূমিকায় ছিলেন।

মূলত ম্যানেজারের পদে ‘দুই খালেদ’কে নিয়েই হচ্ছে আলোচনা। তবে বোর্ড এখনো চূড়ান্ত করেনি কাকে ম্যানেজার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে মাশরাফি, সাকিবদের সঙ্গে পাঠাবে।

বোর্ড সভাপতি নাজমুল হাসান শনিবার এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ম্যানেজারের বিষয়টি এখনো চূড়ান্ত করিনি। তবে শিগগিরই আমরা আমাদের ম্যানেজার ঠিক করব।’

এ দৌড়ে পাইলটের থেকে অনেক এগিয়ে সুজন। অতীত রেকর্ডের কারণেই বোর্ডের বড় অংশের পছন্দ বিসিবির এই পরিচালক। পাশাপাশি ক্রিকেটারদের পছন্দও মূল্যায়ন করছে বোর্ড। সবশেষ বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্বে সফল ছিলেন সুজন। পাশাপাশি শেষ কয়েক বছরে একাধিক সিরিজে ম্যানেজার ছিলেন। জাতীয় দলের পরামর্শকও ছিলেন তিনি।

নিদাহাস ট্রফি, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজে তার অধীনেই ছিল জাতীয় দল। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দায়িত্ব ভালোভাবে সামলানোর কারণে ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের ছায়াসঙ্গী হয়ে থাকেন সুজন। এ কারণে বোর্ডের একাংশ চাইছে সুজনকে বড় মঞ্চে বড় দায়িত্বটা দেওয়া হোক।

জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও সুজনের নাম ম্যানেজার হিসেবে প্রস্তাব করেছেন। কিছুদিনের মধ্যেই জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বোর্ড। বোর্ড প্রধান নিশ্চিত করেছেন, সেদিনই ম্যানেজারের নাম জানিয়ে দেওয়া হবে।

এসএইচ-১৫/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)