সুইস ঘড়ি সংস্থা হাবলটের বিজ্ঞাপনী প্রচারে একটি অনুষ্ঠানে কয়েক দিন আগে প্যারিসে যোগ দিতে গিয়েছিলেন পেলে। সেখানে গিয়েই অসুস্থ বোধ করায় বুধবার ফুটবল সম্রাট পেলেকে ভর্তি করানো হয় প্যারিসের একটি হাসপাতালে। পরে জানা যায় তার মূত্রথলিতে সংক্রমণ ধরা পড়েছে। তবে হাসপাতালেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি।
এএফপি’কে পেলের মুখপাত্র জানিয়েছেন, সবকিছু আয়ত্তের মধ্যে রয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। হাসপাতালের তরফ থেকে কিংবদন্তি ফুটবলারকে ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে দিনদুয়েকের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে।
ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে সুইস ঘড়ি সংস্থার প্রচারানুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের উদীয়মান ফুটবল তারকা এমবাপের সঙ্গে সাক্ষাৎ করেন ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি।
উল্লেখ্য, পেলের পর দ্বিতীয় টিন-এজ ফুটবলার হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফাইনালে গোল করে নজির গড়েন কিলিয়ান এমবাপে। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে এর আগেও সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন ফরাসি তারকা। ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল করার নজির গড়েছিলেন পেলে।
গত নভেম্বরে এমবাপের সঙ্গে এই অনুষ্ঠানে দেখা করার কথা ছিল পেলের। সেবার অসুস্থ হয়ে পড়ায় সূচি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ২ এপ্রিল প্যারিসের অনুষ্ঠানে এমবাপের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানো ছাড়াও পেলে কথা বলেন ফরাসি তারকার বাবা-মায়ের সঙ্গেও। তবে অনুষ্ঠানের পরেই ফের অসুস্থ বোধ করেন ফুটবল সম্রাট।
এসএইচ-০৯/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)