শিষ্য সাকিবের ডাকে গুরু সালাউদ্দিনের সাড়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচ খেলার পর একাদশে জায়গা হারান সাকিব আল হাসান। তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ নবী পারফর্ম করছেন নিয়মিত।

এ কারণে সাকিবকে সময় কাটাতে হচ্ছে ডাগআউটে বসে। এমনিতে অনুশীলন করছেন নিয়মিত। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গুলোর অনুশীলন হয় নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে। স্কোয়াডে নিয়মিত ক্রিকেটাররা সুযোগ পান বেশি, বাইরে থাকা ক্রিকেটাররা অনুশীলন করেন নির্দিষ্ট সূচী অনুযায়ী।

সামনেই বিশ্বকাপ। এ সময়ে শতভাগ অনুশীলন দরকার। হায়দরাবাদের হয়ে নিয়মিত ম্যাচ খেললে বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যেত সাকিবের। কিন্তু সেই সুযোগটি আপাতত নেই। এ কারণে সাকিবের প্রয়োজন বাড়তি অনুশীলন। তাইতো সাকিব বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে। শনিবার বিকেল পাঁচটায় সালাউদ্দিন যাচ্ছেন ভারতের হায়দরাবাদে।

গুরুকে নিয়ে আলাদা অনুশীলন করতেই সালাউদ্দিনকে ভারতে ডেকেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গুরু সালাউদ্দিন সাকিবকে গড়ে তুলেছেন বিকেএসপি থেকে। সাকিবের খেলা সম্পর্কে তার ধারণা সবথেকে বেশি। সাকিবের ভুল-ক্রুটি, শক্তিমত্তা-দূর্বল জায়গা সম্পর্কে সবথেকে বেশি ধারণা তার। দুজনের কম্বিনেশনও দারুণ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিজেকে ঘষেমেজে প্রস্তুত করতেই গুরুর সান্নিধ্য চান সাকিব।

এর আগেও আইপিএলের মাঝপথে দেশে ফিরে সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছিলেন সাকিব।

১৮ কিংবা ১৯ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। ২২ এপ্রিল থেকে ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি। ২৫ এপ্রিল থেকে স্কিল অনুশীলন। বিশ্বকাপের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলব ত্রিদেশীয় সিরিজ। জানা গেছে, সাকিব সরাসরি যোগ দেবেন আয়ারল্যান্ডে।

এসএইচ-০৭/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)