মেসির প্রশংসায় ইনিয়েস্তা

বার্সেলোনায় প্রায় ষোল বছর ক্যারিয়ারের অনেকটা সময়ই লিওলেন মেসির সঙ্গে কাটিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির পারফরম্যান্স ও কৌশল নিয়ে প্রশংসা করতে কখনো কৃপনতা করেননি তিনি।

স্পেন ছেড়ে বর্তমানে জাপানিজ ক্লাব ভিসেল কোবের হয়ে খেললেও এখনো তার মুখে মেসি বন্দনা।

‘বছরে বছরে দেখতে কঠিন জিনিসগুলোও সে (মেসি) সহজ করে ফেলেছে। এ ধরনের কাজ কেবল গুটিকয়েক মানুষের পক্ষেই সম্ভব হয়। এটা কঠিন। তবে সে সবসময়ই নতুন কিছু দেওয়ার চেষ্টা করে।

বাস্তবে আমি ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই তার সঙ্গে অনুশীলন এবং মাঠে খেলেছি। ধারবাহিকভাবে তার উন্নতি হওয়ার ধরন আমি বেশ উপভোগ করতাম। বহু বছর পরও সে এখনো বিস্ময়কর কাজগুলো করে যাচ্ছে।’

বার্সার লা ম্যাসিয়া একাডেমি থেকে জাভি হার্নান্দেজ ও মেসিকে দেখেছেন ইনিয়েস্তা। বার্সা মূল দলে তার অভিষেক হয় ২০০২ সালে। কাতালান ক্লাবটির হয়ে ৪৪২ ম্যাচ খেলেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী এ তারকা। বার্সায় সোনালী অধ্যায়ের সূচনা করে তারা জিতেছিলেন ট্রেবল শিরোপা।

এসএইচ-০৮/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)