শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ শুরু শীতে

পূর্বাচলে দুই বছরের মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুব আনাম।

স্টেডিয়াম প্রকল্প বাস্তাবায়ন কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা আশা করছি কাজ শুরুর দুই বছরের মধ্যেই শেষ করব। আগামী শীতে স্টেডিয়ামটির দৃশ্যমান কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, এখানে একটা স্টেডিয়াম থাকবে। এখানে একটা একাডেমি গ্রাউন্ডের মতো থাকবে। তার মানে আমরা দুটো মাঠ পাব। ওই জিনিস গুলো অলরেডি বিসিবি ডিসাইড করেছে। ৩৭ একর আছে, ওখানে কি কি করা সম্ভব সেটা আমরা ভেবে রেখেছি। তো পূর্ণাঙ্গভাবে আমাদের যেই আর্কিটেকচারাল ডিজাইন বলেন, সেক্ষেত্রে আমাদের আগাতে হবে।

বিসিবির ইচ্ছা বিশ্বের মধ্যে যাতে রোল মডেল হয়ে থাকে এমন একটি স্টেডিয়াম তৈরি করা। মাহবুব আনাম সেই ইচ্ছা প্রকাশ করে বলেন, আমাদের ইচ্ছে এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে যেটা শুধু এই রিজন কেন, পুরো বিশ্বের মধ্যে সুন্দর স্টেডিয়াম হবে। যেহেতু এটা গ্রিন ফিল্ড স্টেডিয়াম, সেহেতু এখানে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে।

এসএইচ-১৭/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)