ম্যারাডোনার শত্রুর ক্লাবে তারই নাতি!

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনারর প্রাণের ক্লাব বোকা জুনিয়র্স। বোকা জুনিয়র্সের প্রতি ভালোবাসায় কখনও ছেদ পড়েনি ম্যারাডোনার।

বোকা জুনিয়র্সের বন্ধু মানে তো রিভার প্লেটের শত্রু। আর্জেন্টাইন ফুটবলের এটাই বাস্তবতা। বোকা-রিভার লড়াই বিশ্বের অন্যতম সেরা ফুটবল দ্বৈরথগুলোর একটি। এই তো কিছুদিন আগে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে বোকা-রিভার ম্যাচ নিয়ে কত কাণ্ড! মারামারি, সমর্থকদের উগ্র আচরণের কারণে শেষ পর্যন্ত ফাইনালের ফিরতি লেগের ম্যাচটা বুয়েনস এইরেস থেকে সরিয়ে নিতে হয়েছে মাদ্রিদে।

এক ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের এমনই শত্রুতা! বোকার সাবেক খেলোয়াড় এবং আজীবন সমর্থক হিসেবে তাই ম্যারাডোনাও রিভার প্লেটের শত্রু। সেই ম্যারাডোনার নাতি হয়ে কিনা হার্নান লোপেজ খেলছেন রিভার প্লেটের হয়ে!

গত পরশু আর্জেন্টাইন লিগে মৌসুমের শেষ ম্যাচে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী হার্নান লোপেজের।

টাইগ্রের সঙ্গে ম্যাচটা ২-২ গোলে ড্র হলেও দারুণ এক গোলে নিজের অভিষেক রাঙিয়েছেন লোপেজ। তার দাদি আনা ম্যারাডোনার আপন বোন।

শত্রু শিবিরে নাম লেখালেও নাতির পারফরম্যান্সে নাকি দারুণ খুশি ম্যারাডোনা। লোপেজও যে তার মতো প্লেমেকার। পজিশনের মতো খেলার ধরনেও দারুণ মিল।

এসএইচ-১০/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)