নতুন ‘রোনালদো’কে নিয়ে ক্লাবগুলোর টানাটানি

বেনফিকার তরুণ স্ট্রাইকার জোয়াও ফেলিক্সকে নিয়ে ইতিমধ্যে ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। দুর্দান্ত পারফর্মেন্সে থাকা এ প্লেয়ারকে পেতে মরিয়া বিশ্বের সেরা ক্লাবগুলো।

ফুটবলের দল-বদলের বাজারে এমবাপ্পে-জেডন সাঞ্চো-হ্যাজার্ড-পগবার নাম সাড়া জাগাচ্ছিলো। কিন্তু হঠাৎ করেই এক তরুণ ফুটবলার কেড়ে নিয়েছেন সব আলো। বেনফিকার এ প্লেয়ারের বয়স মাত্র ১৯। ক্লাব ফুটবলের অনেক পাড় ভক্তও হয়তো তার নামে জানে না।

কারণ তিনি খেলছেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। কিন্তু তার নৈপুণ্য ইউরোপের বড় ক্লাবগুলোকে যুদ্ধে অবতীর্ণ করেছে। জোয়াও ফেলিক্সকে দলে পেতে লড়াইয়ে রিয়াল-জুভেন্টাসের সঙ্গে যোগ হয়েছে দুই ম্যানচেস্টার জায়ান্ট ইউনাইটেড ও সিটি।

গণমাধ্যমের গুঞ্জন ফেলিক্সকে দলে পেতে পাওলো দিবালাকেও ছাড়তে রাজি জুভেন্টাস। কারণ এরই মধ্যে তুরিনের বুড়িদের ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বেনফিকা। দিবালাকে যে কোনো ক্লাবই লুফে নিবে।

তাই সেই অর্থ দিয়েই ফেলিক্সকে নিতে চায় রোনালদোর বর্তমান ক্লাব। তবে কাজটা যে সহজ হবে না তা বলাই যায়। কারণ রিয়াল, ম্যান ইউনাইটেডও যে চায় তাকে দলে পেতে।

এসএইচ-২০/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)