অশ্বিন-যুবরাজকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

Nagpur: Indian players celebrate the dismissal of Australia's Peter Handscomb during the 2nd ODI cricket match at Vidarbha Cricket Association Stadium, in Nagpur, Tuesday, March 5, 2019. (PTI Photo/Mitesh Bhuvad)(PTI3_5_2019_000206B)

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ২৩ এপ্রিলের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। প্রথম দেশ হিসেবে এবারের বিশ্বকাপের চূড়ান্ত দল জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

অন্য দলগুলোর হয়ে কারা বিশ্বকাপে যাবেন, সেটা নিয়েও তুমুল আগ্রহ আছে।

সোমবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল। তবে দলে জায়গা পাননি আলোচনায় থাকা রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিংহ।

দল ঘোষণার আগে কিছু নাম নিয়ে ছিল বিস্তর আলোচনা। কয়েক জনকে বলা হচ্ছিল, নিশ্চিত ভাবে থাকছেন দলে। কয়েক জনকে নিয়ে আবার শেষ মুহূর্তে তৈরি হয়েছিল আশঙ্কার মেঘ। সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা হল মুম্বাইয়ে। কেমন হল সেই দল? দেখে নেওয়া যাক।

এক নজরে বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের দল

বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং যশপ্রীত বুমরা।

এসএইচ-২৩/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)