ইংল্যান্ড সিরিজ থেকে বাদ শাদাব খান

গেল সপ্তাহেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ওই স্কোয়াডে ছিলেন লেগ স্পিনার শাদাব খান। ছিলেন ইংল্যান্ড সিরিজের স্কোয়াডেও। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগেই দল থেকে ছিটকে গেলেন তিনি।

পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ এই সদস্য হঠাৎ করেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন। ফলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে তাকে। সেই সাথে ৪ সপ্তাহের বিশ্রামেও যেতে হবে।

বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, ‘রিস্ট স্পিনার শাদাব খান ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন।

কারণ তার শরীরে ভাইরাস ধরা পড়েছে। তার চিকিৎসা ও ৪ সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। পাকিস্তান ক্রিকেট বোর্ড শাদাবকে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবে যাতে করে সে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারে।’

বিশ্বকাপের আগে একটি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের পাঁচটি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা।

এসএইচ-২৩/২১/১৯ (স্পোর্টস ডেস্ক)