চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের পর এক নজরে আইপিএল পয়েন্ট টেবিল
১) সিএসকে- ইতিমধ্যেই ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে উনিশের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস৷ ধোনির অধিনায়কত্বে লিগের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই৷
২) দিল্লি ক্যাপিটালস– ১১ ম্যাচে পয়েন্ট ১৪, দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মেন্টরশিপে প্লে-অফের স্বপ্ন দেখাচ্ছে বদলে যাওয়া দিল্লি৷ লিগে এখনও পর্যন্ত ৭ ম্যাচে জয় পেয়ে প্রথম চারে জায়গা ধরে রেখেছে পৃথ্বী-পন্তরা৷
৩) মুম্বাই ইন্ডিয়ান্স- ১০ ম্যাচে ৬টিতে জিতে পয়েন্ট ১২, রোহিতরাও প্লে-অফের যোগ্য প্রতিনিধি৷ লিগের ফাইনাল ল্যাপে শেষ ম্যাচগুলিতে মুম্বাই কেমন পারফর্ম্যান্স করে সেটাই এখন দেখার৷
৪) সানরাইজার্স হায়দরাবাদ– ১০ ম্যাচে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে এখন ১০ পয়েন্ট৷ বাকি চার ম্যাচ অবশ্য কঠিন হতে চলেছে সানরাইজার্সের৷ শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছে সানরাইজার্স৷ অন্যদিকে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছেন বেয়ারস্টো৷ মে’র শুরুতে অজিদের বিশ্বকাপ প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা ওয়ার্নারের৷ দুই ওপেনার দেশে ফিরে গেলে সানরাইজার্স লিগের শেষ ধাপে কেমন খেলে সেটাই এখন দেখার৷
৫) কিংস ইলেভেন পাঞ্জাব- লিগের শুরুটা দারুণ ছন্দে হলেও এখন বেশ কয়েক ম্যাচে তীরে এসে তরি ডোবায় পিছিয়ে পড়েছে পঞ্জাব৷ ১১ ম্যাচে ৫টিতে জিতে প্রীতির ফ্র্যাঞ্চাইজির সংগ্রহ এখন ১০ পয়েন্ট৷
৬) কেকেআর- রাসের ধামাকা থাকলেও শেষ ৫ ম্যাচে টানা হার৷ ফলে ১০ ম্যাচ থেকে নাইটদের পয়েন্ট মাত্র ৮৷
৭) আরসিবি- কোহলির নাছোর মানসিকতায় ভর করে লিগের শেষ ধাপে জ্বলে উঠেছে আরসিবি৷ চার ম্যাচে জিতে কোহলিদের ঝুলিতে এখন ৮ পয়েন্ট৷ চেন্নাই থেকে শুরু করে পঞ্জাবের মতো কঠিন দলকে শেষ ওভারের হাইভোল্টেজ ড্রামায় হারিয়ে নতুন করে আশা দেখাচ্ছে বিরাটের আরসিবি৷
৮) রাজস্থান রয়্যালস- ১০ ম্যাচে পয়েন্ট মাত্র ৬৷ বৃহস্পতিবার নাইটদের ডেরায় কেকেআরের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান৷ অধিনায়ক বদলের পর স্মিথের নেতৃত্বে জয়ে ফিরলেও শেষ ম্যাচে দিল্লির কাছে ধাক্কা খেতে হয়েছে রয়্যালসদের৷ শেষ পর্যন্ত রাহানেরা লিগে কত নম্বরে শেষ করে সেটাই এখন দেখার৷
এসএইচ-০৩/২৫/১৯ (স্পোর্টস ডেস্ক)