সাবেক ক্যারিবিয় ক্রিকেটার এবং বাংলাদেশের বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশ সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে একটি বিশ্বকাপ একাদশ গঠন করেছেন। যেখানে স্বদেশী এবং অস্ট্রেলিয় ক্রিকেটারদের আধিক্য বেশী।
ওয়ালশের দলে উদ্বোধনী ব্যাটসম্যানের ভূমিকায় আছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার। শচিনকে সঙ্গ দিতে দলে আছে বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংকে তিন নম্বরে রেখেছেন তিনি।
মিডেল অর্ডারের দায়িত্বে আছেন দুইবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ভিভ রিচার্ডস। আছেন স্বদেশী ব্রায়ান লারাও। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও থাকছেন মিডেল অর্ডারের দায়িত্বে। উইকেটরক্ষক হিসেবে ওয়ালশের পছন্দ অস্ট্রেলিয়ান সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ওয়ালশের দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার ৯৯’র বিশ্বকাপ চ্যাম্পিয়ন শেন ওয়ার্ন।
তিন পেসারকে নিয়ে দল সাজিয়েছেন ওয়ালশ। পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়ালশের বোলিং সঙ্গী কোর্টলি অ্যামব্রোস এবং বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা থাকছেন ওয়ালশের বিশ্বকাপ একাদশে।
ওয়ালশের গঠিত একাদশ :
শচিন টেন্ডুলকার, ক্রিস গেইল, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, কোর্টলি অ্যামব্রোস, গ্লেন ম্যাকগ্রা।
এসএইচ-১৩/২৫/১৯ (স্পোর্টস ডেস্ক)