চেন্নাইয়ের সফলতার মন্ত্র ফাঁস করবেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে অফে পৌঁছেছে সবচেয়ে বেশিবার, নয়বার। ফাইনালে উঠেছে সাতবার।

এদিকে চলতি টুর্নামেন্টেও জয়রথ ছুটছে কিংসদের। এ মুহূর্তে রয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে। কী করে এত সাফল্য দলটির?

এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। জবাবে তিনি যা বললেন তাতে রহস্য থেকেই গেল। ফাঁস না করে বললেন, অবসরের পর সেই সাফল্যের মন্ত্র ফাঁস করব। যতদিন না তা গ্রহণ করছি, ততদিন তা রহস্য হিসেবেই থাক।

মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জেতার পরে ধোনিকে পুরস্কার বিতরণী মঞ্চে প্রশ্নটা ছুড়ে দেয়া হয়েছিল, দলের সাফল্যের মূলমন্ত্র কী? জবাবে তিনি বলেন, সবাইকে যদি সেটা বলে দিই, তাহলে চেন্নাই তো আমাকে নিলামে কিনবেই না।

হায়দরাবাদের বিপক্ষে জেতার পরে এবারের টুর্নামেন্টে সবার আগে শেষ চারে পৌঁছে গেছে চেন্নাই।

এসএইচ-১৪/২৬/১৯ (স্পোর্টস ডেস্ক)