নারী আম্পায়ার প্রথমবারের মতো আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। নামিবিয়ায় ইতিহাসের প্রথমবারের মতো এমন ঘটনা ঘটবে। আজ ক্লেয়ার পোলেসাক প্রথম নারী আম্পায়ার হিসেবে পরিচালনা করবেন পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
ওয়ার্ল্ড ক্রিকেট লিগ বিভাগ-২ এর ফাইনালে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করতে নামিবিয়া ও ওমান মুখোমুখি হবে। সেই ম্যাচেই আম্পায়ার হিসেবে দেখা যাবে পোলেসাককে।
এ সম্পর্কে পোলেসাক বলেন, এটা সত্যিই আমার জন্য দারুণ ব্যাপার। আমি আমার স্থানীয় সংগঠন, সেখানকার আম্পায়ার, আমার বাবা-মা এবং অবশ্যই যার সহায়তা ছাড়া আমি এখানে কখনওই আসতে পারতাম না। সেই স্বামীর প্রতি আমি কৃতজ্ঞ।
তবে এবারই প্রথম পুরুষদের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন না পোলেসাক। এর আগে ২০১৭ সালে প্রথম নারী আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া একটি টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন পোলেসাক।
প্রথম নারী হিসেবে নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি।
এসএইচ-১০/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)