চলমান আইপিএলে শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নাম্পবে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ হয়ে এবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান।
কিন্তু তার ওপর আস্থা হারাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক পেস তারকা শন পোলক।
পোলক মনে করেন, এ ম্যাচে সাকিবকে একাদশে রাখা হলে সানরাইজার্সদের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আনতে হবে। জনি বেয়ারস্টো না থাকায় ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সবচেয়ে ভালো সঙ্গী হবে কেন উইলিয়ামসন।
সাকিবের পাশাপাশি দলটির ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান মনীষ পান্ডের প্রতিও আস্থা রাখছেন এ প্রোটিয়া। পোলকের মতে, মনীষ উতুঙ্গে ফর্মে আছে। সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
সর্বোপরি আমি সাকিবের পক্ষে যাবো এবং তাকে দলে রাখব।
এসএইচ-২৬/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)