বিশ্বকাপ দল থেকেও বাদ পড়ে গেলেন হেলস

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে গেলেন বিতর্কের জন্ম দেওয়া ইংলিশ ক্রিকেটার জাতীয় দলের ক্রিকেটার অ্যালেক্স হেলস। ড্রাগ নেওয়ার অভিযোগে ২১ দিনের নিষেধাজ্ঞা ভোগ করা এই ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর হুট করে বিতর্কের জন্ম দেন। সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষে থেকে হেলসের ব্যাপারে এই সিদ্ধান্ত জানানো হয়।

ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যাশলে গিলস বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে ভেবেছি। দলের সঠিক পারিপার্শ্বিক পরিবেশ বজায় রাখার জন্য অনেক চিন্তা শ্রম দিতে হয়েছে আমাদের, খেলোয়াড়রা কোনো ক্ষোভ না রেখে পিচে নিজেদের কাজ ঠিকমত করছে তা নিশ্চিত করার জন্য।’

গত কয়েকদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের ছুটি নেন হেলস। এর কয়েকদিন পরই ফের ফেরেন ক্রিকেটে।

ফেরার পরদিনই জানা যায়, আমোদের সময় ড্রাগ গ্রহণ করে ডোপ টেস্টে ইতিবাচক হয়েছেন তিনি যার ফলে ভোগ করছেন ২১ দিনের নিষেধাজ্ঞা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় ঘরোয়া দল নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে নামা হয়নি হেলসের। ড্রাগ নেওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর জানা যায়, হেলস চাইলেও নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে নামতে পারতেন না। ২১ দিনের এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তিনি ছয়টি সাদা বলের প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন না।

এসএইচ-২০/২৯/১৯ (স্পোর্টস ডেস্ক)