রায়ো ভায়েকানো লা লিগায় তলানির দিকে থাকা দল। রোববার রিয়াল মাদ্রিদকে অপ্রত্যাশিতভাবে হারালেও লস ব্লাঙ্কোসদের হারানোর নজির আগেও গড়েছিলো তারা।
১৯৯৭ সালে সেবারও রিয়াল হেরে গিয়েছিলো তাদের কাছে। দীর্ঘদিন পর এমন হার রিয়াল মাদ্রিদের চলমান বিবর্ণ দশারই প্রমাণ। তাই দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন কোচ জিনেদিন জিদান।
জিদান নিজেই বললেন তার দল ছিল পুরোপুরি প্রতিরোধহীন। ম্যাচের পর তিনি নিজে যে খুব ক্ষুব্ধ ছিলেন তা বুঝা যায় তার কথা থেকেই, আমরা আজ কিছু করিনি। শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই না। মাঝে মধ্যে হয়তো স্কোর হবে না কিন্তু আমরা আজ কোনও সুযোগই তৈরি করিনি। আজ সত্যিই আমি খুব ক্ষুব্ধ।
অবশ্য এমন ক্ষুব্ধ হওয়ার পর পর প্লেয়ারদের সঙ্গে সঙ্গে নিজেকেও কাঠগড়ায় রাখছেন তিনি, আজকে আমাদের ভাবমূর্তি খুবই বাজে ছিল। আমি এর জন্য দায়ী, শুধু প্লেয়াররাই নয়। তবে আজকে যা করেছি তার জন্য আমাদের ক্ষমা চাওয়াই উচিত।
জিদানকে প্রশ্ন করা হয়েছিল এমন বিবর্ণ একটি দলের পুনরায় দায়িত্ব নিয়ে কোনও অনুতাপ কাজ করছে কিনা তার। এমন প্রশ্নে জিদানের উত্তর, না, এমনটি হচ্ছে না, তবে তার উল্টো হচ্ছে। আমাকে এখন এসব কঠিন মুহূর্তের মধ্য দিয়েই বেঁচে থাকতে হবে।
এসএইচ-২২/২৯/১৯ (স্পোর্টস ডেস্ক)