বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অর্ধেক ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৩ মে একমাত্র ওয়ানডেতে এই দল নিয়ে মাঠে নামবে দেশটি।
১৪ সদস্যের দলকে যথারীতি নেতৃত্ব দেবেন উইলিয়াম পোর্টারফিল্ড। দীর্ঘদিনের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসনও দলে ফিরেছেন।
আইরিশ দলে অভিষেক হতে যাচ্ছে দুই ক্রিকেটার লরকান টাকার ও জস লিটলের।
আর দল থেকে বাদ পড়েছেন পেসার পিটার চেজ, স্পিনার জেমস ক্যামেরন-ডো এবং সিমি সিং।
উল্লেখ্য, ৫ মে শুরু হবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।
এসএইচ-০২/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)