বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ফন ডিক

ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের(পিএফএ) বিচারে বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন লিভারপুলের তারকা ডিফেন্ডার ভার্জিল ফন ডিক৷ নেদারল্যান্ডের চতুর্থ ফুটবলার হিসেবে এই সম্মান জিতলেন ভার্জিল ফন ডিক৷

গত বছর জানুয়ারিতে রেকর্ড অর্থ ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন নেদারল্যান্ডের ২৭ বছরের এই ফুটবলার৷ এরপর লিভারপুল ডিফেন্সে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ভার্জিল৷ রেকর্ড অর্থে তাকে দলে এনে লিভারপুল যে কোনও ভুল করেনি তা আরও একবার প্রমাণ করে দিলেন ভার্জিল৷

ভার্জিলের জমানায় প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচের ১৯ ম্যাচ ক্লিনসিট রাখতে পেরেছে লিভারপুল৷ সেই সঙ্গে মানবপ্রাচীর ভার্জিলের দৌলতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্বে পৌঁছছে লিভারপুল৷ শেষবার ফাইনালে গিয়ে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিভারপুলের৷ এবার অবশ্য ডিফেন্সের বড়ো মুখ ভার্জিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন৷

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ভার্জিল বলেন, ‘এই সম্মান পেয়ে আমি গর্বিত৷’ শেষবার ২০১৭-১৮ মৌসুমে বর্ষসেরার মুকুট উঠেছিল মহম্মদ সালাহ’র মাথায়৷ এবার সেই পুরস্কার জিতলেন তারই দলের সতীর্থ ভার্জিল৷ সেই সঙ্গে দীর্ঘ ১৪ বছর পর ফের কোনও ডিফেন্ডারের মাথায় উঠল বর্ষসেরার স্বীকৃতি৷ ২০০৪-০৫ মৌসুমে শেষবার পিএফএ’র বিচারে বর্ষসেরা হয়েছিলেন চেলসির সেন্টার ব্যাক জন টেরি৷

ভার্জিলের সঙ্গে বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ের মনোনয়নে ছিলেন লিভারপুলের সাদিও মানে, চেলসির এডেন হ্যাজার্ড, ম্যানচেস্টার সিটির অ্যাগুয়েরো৷ অন্যদিকে প্রফেসানাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বিচারে ইংল্যান্ডের বর্ষসেরা যুব ফুটবলারের সম্মান জিতলেন রহিম স্টারলিং৷

এসএইচ-২২/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)