বিশ্বকাপে যাদের দিকে থাকছে চোখ

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০ দেশের সেরা ১৫ জন চূড়ান্ত। ১৫০ ক্রিকেটার মাঠ মাতাবে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। এই আসরে মধ্য দিয়ে কারো ক্যারিয়ার হতে যাচ্ছে শুরু আবার কারও ক্যারিয়ার শেষের পথে।

রেকর্ড গড়া সর্বোচ্চ পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৩ সালে। তার সাথেই বিশ্বকাপে খেলতে নামেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা তবে ম্যাশের এটি চর্তুথ আসর। আর মাশরাফির মতোই সমান চার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব, তামিম, মুশফিক, ধোনি, মালিঙ্গা ও রস টেলর।

এদিকে ওয়ানডে পরিসংখ্যান বলছে ৩৪১ ম্যাচ খেলা মহেন্দ্র সিং ধোনি অভিজ্ঞতম ক্রিকেটার হিসাবে ইংল্যান্ড যাচ্ছেন। সেখানে অবিশ্বাস্য হলেও বাংলাদেশের আবু জাহেদ রাহি ও নিউজিল্যান্ডের টম বানডেলের এখনো ওয়ানডে অভিষেকেই হয়নি। তবে আয়ারল্যান্ড সিরিজে মাঠে নামার সুযোগ পেলে এই বদনাম ঘোচানোর সুযোগ আছে রাহির সামনে।

ম্যাচের সংখ্যাটা যখন বিশ্বকাপ সেখানে ধোনির চেয়ে অনেক এগিয়ে ক্রিস গেইল। খেলেছেন বিশ্বকাপের ২৬ ম্যাচ। আর ২৩ ম্যাচ রস টেলরের। মালিঙ্গা খেলেছেন ২২ ম্যাচ। সাকিব, তামিম, মুশফিক এই তিন ক্রিকেটার খেলেছেন সামান ২১ ম্যাচ। ধোনি খেলেছে ২০টি বিশ্বকাপ ম্যাচ।

ইংল্যান্ড বিশ্বকাপে যথারীতি অভিজ্ঞ দল ভারত। তাদের স্কোয়াডে ১৫ ক্রিকেটার খেলেছেন ১৫৭৩ ম্যাচ। জনপ্রতি গড়ে একশোর উপরে অভিজ্ঞতা আছে তাদের।

আফগানিস্তানে সবাই মিলে খেলেছেন ৭৩৪টি ম্যাচ। তাদের জনপ্রতি ৪৯টা ম্যাচ নিয়ে সবচেয়ে অনভিজ্ঞ দল হিসেবে ইংল্যান্ড যাচ্ছেন আফগানরা। আবার এবারের আসরে সর্বকনিষ্ঠ স্কোয়াডও আফগানিস্তানের। তাদের ২৭.৪ গড় বয়স। তাদের সম্মিলিত বয়স ৪১১।

সেই বিচারে প্রবীণতম দল শ্রীলঙ্কা। লঙ্কানদের গড় বয়স প্রায় ত্রিশের গড়ে। আর তাদের সম্মিলিত বয়স ৪৪৯।

বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। বয়স তার চল্লিশ পেরিয়েছে আর চল্লিশ ছুঁই ছুঁই ক্রিস গেইলেরও। ১৯৮০ আগে জন্ম নেওয়া এই দুই ক্রিকেটার খেলছেন এবারের এই আসরে। আর এবারের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ক্রিকেটার আফগানিস্তানের মুজিবুর রহমান জাদরান। তার বয়স ১৮। মুজিবুরের মত এই শতকে জন্ম নেওয়া ক্রিকেটার আরো দুজন পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন ও শাহীন শাহ আফ্রীদি।

অধিনায়কদের মধ্যে সবচেয়ে বয়সী বাংলাদেশ মাশরাফি বিন মর্তুজার ৩৫ বছর। আর ২৭ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার সর্বকনিষ্ঠ অধিনায়ক।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দীর্ঘকায় ক্রিকেটার জেসন হোল্ডার তার উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। আর সবচেয়ে খর্বকায় ক্রিকেট হচ্ছেন বাংলাদেশের মুশফিকুর রহিম তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

এসএইচ-২৪/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)