গত বছরের এপ্রিলে ওরচেস্টারশায়ারের সাবেক ক্রিকেটার অ্যালেক্স হ্যপবার্নের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসে। জো ক্লার্কের ফ্ল্যাটে এক নারীকে ধর্ষণ করে হ্যাপবার্ন। যে কারনে তাকে ৫ বছরের জেল দিয়ে দিয়েছে আদালত।
রায় শোনানোর সময় বিচারক জিম টিন্দাল হ্যাপবার্নকে কড়া ভাষায় তাঁর শাস্তি শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ক্রিকেটার যা করেছেন তা নারীদের অসম্মানিত করে।
এটা আপনাকে বিচারের সম্মুখীন করেছে। আপনি এবং জো ক্লার্ক সাথে দুঃখজনক যৌন খেলায় মত্ত হয়েছিলেন, সম্ভাব্য সকল পন্থায় যৌন নির্যাতন করেছিলেন। আপনি সম্ভবত সেই সময় মনে করেছিলেন এটা মেয়েলী আচরণ।
এটা সত্য, এটা মিথ্যে যৌনতা ছিল। এটা নারীদের অসম্মানিত করে এবং ধর্ষণ শব্দটিকে নগন্য ভাবে নিয়েছেন। শুধু এখনই বুঝতে পারছেন ধর্ষন কতটা গুরুতর।’
ধর্ষণের ঘটনাটি তদন্ত করতে গিয়ে বেশ কিছু আলামত পেয়েছে স্থানীয় পুলিশ। হ্যাপবার্নের মোবাইল থেকে উদ্ধার করা একটি বার্তা আদালতে প্রদর্শন করেছে পুলিশ। হ্যাপবার্ন নিজেকে নির্দোষ দাবি করতে চাইলেও আমলে নেয়নি আদালত।
এসএইচ-১১/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)