ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়া পল পগবার বুট বিক্রি হলো বিশাল অঙ্কে। ফ্রান্সের স্কুল ছাত্রদের সাহায্যার্থে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিশ্বকাপের বুট ছাড়াও বেশ কয়েকটি জার্সি দান করেন পগবা। যেগুলো বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়েছে।
প্যারিসের ক্রিশ্চি নিলাম কেন্দ্রে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ব্যবহৃত কেটসগুলো নিলামে তোলা হয়। বিশ্বকাপ ফাইনালে যে বুট পরে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন পগবা সেটি বিক্রি হয় ৩০ হাজার ইউরোয়।
নিলামকারী সংস্থা অবশ্য আরও একটু বেশি দাম প্রত্যাশা করেছিল। তাদের ধারণা ছিল ৩৫ থেকে ৫০ হাজার ইউরোয় বিক্রি হবে বুটজোড়া।
এছাড়া ২০১৬ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের যে জার্সিটি পরে মাঠে নেমেছিলেন পগবা সেটি বিক্রি হয় ৪ হাজার ইউরোতে। ২০১৭ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হল্যান্ডের বিরুদ্ধে পগবার জাতীয় দলের জার্সিটি বিক্রি হয় ৩ হাজার ইউরোতে।
২০১৭ সালে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের যে জার্সিটি পরে খেলেছিলেন পগবা সেটি বিক্রি হয় মাত্র ৪০০ ইউরোতে। পগবার বেশ কয়েকটি জার্সি নিলামে অবিক্রিত থেকে যায়। যার মধ্যে ২০১৫ সালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের জয় তুলে নেওয়া জার্সিটিও ছিল।
এসএইচ-২৬/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)