আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের পয়েন্ট কমেছে। এ হালনাগাদে বাদ দেওয়া হয়েছে ২০১৫-১৬ মৌসুমের সিরিজের ফলাফল। তবে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমের পঞ্চাশ শতাংশ পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে।
ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক এ হালনাগাদে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমেছে নিউজিল্যান্ডের। বিরাট কোহলির দলের সঙ্গে কিউইদের ব্যবধান আগের আট থেকে দুইয়ে নেমে এসেছে।
১১৩ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। হালনাগাদের পর তিন পয়েন্ট অবনতি হয়েছে তাদের। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড তিন পয়েন্ট উন্নতি করায় মোট পয়েন্ট দাড়িয়েছে ১১১তে। ১০৮ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
গত ১৯ মার্চ আইসিসি’র সবশেষ হালনাগাদের পর টেস্টে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৮। তবে বার্ষিক হালনাগাদে পয়েন্ট অবনতি হয়েছে টাইগারদের। তিন পয়েন্ট অবনতি হওয়ায় র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট এখন ৬৫।
অন্যদিকে ওয়ানে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের এক পয়েন্ট অবনতি হয়েছে। ১২৩ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে ইংলিশরা। দ্বিতীয় স্থানে থাকা ভারত এক পয়েন্ট উন্নতি করে ১২১ পয়েন্ট নিয়ে কিছুটা ব্যবধান কমিয়েছে।
আইসিসি’র বার্ষিক ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদে বাংলাদেশের বড় অবনতি হয়েছে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ছিল ৯০। তবে বার্ষিক পারফরম্যান্স বিবেচনায় ৪ ধাপ অবনতি হয়েছে টাইগারদের। বর্তমানে ৮৬ পয়েন্ট জমা রয়েছে বাংলাদেশের নামের পাশে।
এসএইচ-২৫/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)