আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ দেখা যাবে যেভাবে

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে আছে বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন। ৫ মে পর্দা উঠে সিরিজ চলবে ১৭ মে পর্যন্ত।

আলোচিত এই সিরিজের সবগুলো ম্যাচই টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ থেকে দুই দেশীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সিরিজের ৭টি ম্যাচের সবগুলো।

এছাড়া ক্রিকেট সম্প্রচার কাজে জনপ্রিয় মাধ্যম র‌্যাবিটহোল অ্যাপ ও ইউটিউব চ্যানেল ব্যবহারের মাধ্যমেও ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে।

এছাড়া বাংলাদেশ ও উপমহাদেশের দর্শকরা সনি সিক্স ও সনি সিক্স এইচডির মাধ্যমে টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন ত্রিদেশীয় সিরিজের খেলা। যুক্তরাজ্যের দর্শকরা বিটি স্পোর্টস, অস্ট্রেলিয়ার দর্শকরা ফক্স স্পোর্টস ও সেভেন নেটওয়ার্ক, দক্ষিণ আফ্রিকার দর্শকরা সুপার স্পোর্টস, কানাডার দর্শকরা এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক ও সিবিএন, যুক্তরাষ্ট্রের দর্শকরা উইলো টিভি, উইন্ডিজের দর্শকরা ইএসপিএন ক্যারিবিয়ান, মধ্যপ্রাচ্যের দর্শকরা ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি এবং পাকিস্তানের দর্শকরা টেন স্পোর্টসের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

একনজরে ত্রিদেশীয় সিরিজের সূচি-

৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।

এসএইচ-১৬/০৩/১৯ (স্পোর্টস ডেস্ক)