একটা সময়ে জাতীয় দলের ত্রাতা ছিলেন। তার অলরাউন্ড নৈপূণ্যে একাধিক ম্যাচে জয়ও পেয়েছে ভারত। সেই ইরফান পাঠান এখন জাতীয় দল তো দূরে থাক! আইপিএলেও টিম পাচ্ছেন না।
যদিও ইরফান এখন ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন, কিন্তু এমন এক সময় ছিল যখন ভারতীয় দলের প্রধান বোলার ছিল ইরফান পাঠান। ইরফান পাঠানকে এই বছর আইপিএলে কমেন্টেটর -এর ভূমিকায় দেখা যাচ্ছে।
ক্রিকেটকে বিদায় জানানোর পর প্রায় এক বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৬ – তে বিয়ে করেন ইরফান। রিপোর্ট অনুযায়ী তাদের প্রথম দেখা হয় ২০১৪-তে মুম্বাইয়ে। আপনাদের জানিয়ে রাখি যে, ইরফানের স্ত্রী সব সময় চেহারা লুকিয়ে বোরখার আড়ালে রাখলেও, উনি একসময় মডেল ছিলেন। ইরফান সৌদি আরবের মডেল সাফা-কে বিয়ে করেন।
বিয়ের আগে একজন সফল মডেল ছিলেন সাফা। বিয়ে হয়েছিল শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে। আপনাদের জানিয়ে রাখি যে, মুসলিম ধর্মে একটি মেয়ের মুখ প্রদর্শন নিষিদ্ধ।
এই সত্ত্বেও, ইরফান অনেকবার তার স্ত্রীর সাথে তোলা ছবি শেয়ার করেছেন। যার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক বিদ্রুপ শুনতে হয় তাকে। পাঠান ভাইদের স্ত্রীদের ছবি এখন স্যোশাল মিডিয়ায় ভাইরাল।
এসএইচ-১৭/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)