২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস হয়তো আর মাঠে ফিরবেন না। বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষককে মাঠে না ফিরতে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।
মাঠে ফিরলে আবার হার্ট অ্যাটাক হতে পারে ক্যাসিয়াসের, দাবি চিকিৎসকদের। ঝুঁকি নিয়ে ফুটবলে ফেরার সম্ভবনাটা তাই খুবই ক্ষীণ তার।
অথচ হার্ট অ্যাটাকের প্রাথমিক ধাক্কা কাটিয়ে টুইটারে ‘থাম্বস আপ’ দেখিয়ে বেশ হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছিলেন ক্যাসিয়াস। লিখেছিলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে।’
এদিকে পোর্তোর ডাক্তার নেলসন পুলগা জানিয়েছেন, ক্যাসিয়াস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে জানা অসম্ভব যে, তিনি শীর্ষ ফুটবলে ফিরতে পারবেন কিনা।
তবে আশা দেখছেন কার্ডিওলজিস্ট ভাস্কো দ্য গামা, ‘ক্যাসিয়াস ফুটবলে ফিরতে পারবেন, কারণ তার সমস্যা ৯০ মিনিটের মধ্যে সমাধান করা হয়েছে।’
কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কার্ডিওলজিস্ট এক টিভি প্রোগ্রামে বলেন, ‘সে (ক্যাসিয়াস) স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিন্তু আমার মতে পেশাদার খেলা খেলতে পারবে না।’
এর আগে বুধবার পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে অনুশীলনের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয় ক্যাসিয়াসের। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবশ্য মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই কিংবদন্তি গোলরক্ষক।
এসএইচ-২৮/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)