ধোনির কথা বলে চাঁদা তোলায় ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

শুধু ধোনিই নয়! ধোনি ছাড়াও ভারতীয় বিশেষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে কণ্ঠ নকল করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে আসছেন নাগারাজ।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এম এসকে প্রসাদের সঙ্গে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল নাগারাজুর সঙ্গে।

তারপর থেকেই প্রসাদের কণ্ঠস্বর নকল করে শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায় করতেন এই ক্রিকেটার।
২০১৪ সালের রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। টানা ৮২ ঘন্টা ব্যাটিং করে গিনেস বুকে নামও লিখেছিলেন নাগারাজু।

এই প্রতিভাবান ক্রিকেটারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ করেন ভাতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এম এসকে প্রসাদ।

তার অভিযোগের ভিত্তিতে গান্নাভরম বিমানবন্দর থেকে নাগারাজুকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

২০১৪ সালে গিনেস বুকে নাম লেখার পর থেকেই একাধিক স্পন্সর এগিয়ে এসেছিল নাগারাজুর কাছে। তখন থেকেই স্পন্সরদের সঙ্গে ধোকাবাজি করে আসছেন তিনি।

নগারাজুর বিরুদ্ধে অভিযোগ মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট অ্যাকাডেমির নাম করে এক শিল্পপতির কাছ থেকে টাকা আদায় করেছিলেন।

এসএইচ-৩০/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক, তথ্য সূত্র: আনন্দবাজার)