ক্রিকেট মহাযজ্ঞ বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত হচ্ছে দলগুলো। শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট খেলেই প্রস্তুতিটা নিচ্ছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা।
ডাবলিনে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আজ শুরু হচ্ছে তিন জাতির টুর্নামেন্ট।
রোববার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে খেলা না থাকলেও আজ বসে থাকবে না টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম বাংলাদেশ।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বেভারলি হিলস ক্রিকেট ক্লাবে। সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর।
এসএইচ-০৩/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)