ফ্রেঞ্চ লিগে ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোলে নিসের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়লো পিএসজি। এই ম্যাচে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন নেইমার।
পেনাল্টি থেকে পাওয়া গোলটি ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে নেইমারের জন্য ৫০তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে গোলের হাফসেঞ্চুরি করলেন তিনি।
শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নিসকে আতিথেয়তা দেয় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গানাগোর গোলে এগিয়ে যায় সফরকারী নিস। কিন্তু ৬০ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি।
আর সেখান থেকেই গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। শেষদিকে অবশ্য কাভানি আরেকটি পেনাল্টি থেকে গোল বঞ্চিত না হলে, জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো টমাস টুখেলের শিষ্যরা।
ফ্রেঞ্চ লিগে ইতোমধ্যে শিরোপার স্বাদ পেয়েছে পিএসজি। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট তাদের।
এসএইচ-০৪/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)