অনুশীলনের ফাঁকে মাহমুদউল্লাহর নামাজ আদায়ের ভিডিও ভাইরাল

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে আয়ারল্যান্ডে। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে রোববার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে। যদিও সে ম্যাচে হেরেছে বাংলাদেশ।

তবে, তার আগে মালাহাইডে বাংলাদেশ দলের অনুশীলনের সময় করা ২১ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, অনুশীলনের ফাঁকেই মাঠে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

স্বাভাবিকভাবেই প্রশংসার বৃষ্টিতে ভিজছেন মাহমুদউল্লাহ। কেউ কেউ বলছেন, একজন মুসলিম ক্রিকেটার হিসেবে অনুশীলনের ফাঁকেও নামাজ আদায় করতে ভুলেননি মাহমুদউল্লাহ, মাশাআল্লাহ’।

অনেকে বলছেন, মাহমুদউল্লাহ বাংলাদেশের গর্ব। আবার কেউ বলছেন, মুসলিম হিসেবে ভালোবাসা জানবেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের সব মুসলিম ক্রিকেটার নামাজ পড়েন। কয়েকদিন আগেই এ কথা জানা যায়। সম্প্রতি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেন মাশরাফি বিন মুতর্জার মেয়ে হুমায়রা।

পুরস্কার বিতরণী মঞ্চে ওয়ানডে অধিনায়ক ও সাংসদ বলেন, বাংলাদেশ দলের মুসলিম সদস্যরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বিদেশ সফরে আমরা জামাতে নামাজ আদায় করি। সেখানে ইমামের দায়িত্ব পালন করেন মুশফিকুর রহিম অথবা মাহমুদউল্লাহ।

https://www.facebook.com/318559018834644/videos/2246200212301417/

এসএইচ-১৬/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)