পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচক হতে চেয়েছিলেন।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার এ দাবি বিবেচনায় আনেনি।
বরং দলটির কোচ হতে অস্বীকৃতি জানান পাকিস্তানের এই সাবেক তারকা ব্যাটসম্যান।
এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘তুলনামূলক কম পরিচিত ব্যক্তিদের মাধ্যমে পুরনো ধাচের পরিবর্তে একজন হাই প্রোফাইল ক্রিকেটারের মাধ্যমে দীর্ঘ মেয়াদে জুনিয়র দলের কোচিং করানোর ধারণা থেকে তাকে এ প্রস্তাব দেয়া হয়েছিল।’
তবে একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচক দুই ভূমিকায় স্বার্থের দ্বন্দ্ব ঘটতে পারে বিবেচনায় পিসিবি ইউনিসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
এসএইচ-২০/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)