আয়ারল্যান্ডবধ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ডানেডিনের ক্যাসল এভিনিউতে ম্যাচটি শুরু হয়েছে ৩টা ৪৫ মিনিটে। এতে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়ে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।
এই দলটিতে আবার তাদের বিশ্বকাপ দলের ৬ জন নেই। তারপরও কত ভয়ংকর এই ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কি এমন একটি দলের সঙ্গে পারবে?
সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে কিন্তু বাজিটা আপনাকে ধরতে হবে বাংলাদেশের পক্ষেই। দেশ আর দেশের বাইরে-মুখোমুখি দেখায় সর্বশেষ দুই সিরিজেই ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা।
২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ত্রিদেশীয় সিরিজে মাশরাফি বিন মর্তুজার দল জিতেছিল ২-১ ব্যবধানে। একই বছরের ডিসেম্বরে ফিরতি সিরিজেও তাদের একই ব্যবধানে হারায় বাংলাদেশ।
অর্থাৎ সর্বশেষ ৬ দেখায় ৪ বারই জয়ের হাসি হেসেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ যেখানে জিতেছে ২টি ম্যাচ। অর্থাৎ আজ দ্বিগুণ এগিয়ে থাকা পরিসংখ্যান নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে নামছে মাশরাফির দল। বিষয়টা বেশ আশাব্যঞ্জকই!
সবশেষ টাইগারদের কাছে ব্যর্থতার কারণে ক্যারিবীনরা যে কোন মূল্যে প্রতিশোধ নিতে চাইবে।সে জন্য সেরা একাদশ নিয়ে নামার লক্ষ্য তাদের।
ধারণা করা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে অপরবর্তীত দল নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। উইনিং কম্বিনেশন ঠিক রেখেই জয় তুলতে বদ্ধপরিকর দীপরাষ্ট্রের খেলোয়াড়রা।
প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয়য়ের পর ফুরফুরে মেজাজেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার নেতৃত্বাধীন দলটি ১৯৬ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে আয়ারল্যান্ড উলভস খ্যাত আইরিশ ‘এ’ দলের বিপক্ষে ৮৮ রানের হারতে হয় বাংলাদেশকে। ওই ম্যাচে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান তুলে আয়ার্যান্ড যুবদল। অন্যদিকে ৪২.৪ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায় তামিম-মুশফিকরা।
দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে কেমন হতে পারে ওয়েস্ট ইন্ডিজের একাদশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, জেসন হোল্ডার-(অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।
এসএইচ-৩১/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)