বেশ কিছু দিন আগে ছেলে সন্তানের মা হয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এটি নতুন কোনও খবর নয়। নতুন খবর হলো প্রথমবার সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন তিনি।
গেল ৩০ অক্টোবর পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক ও সানিয়ার ঘর আলো করে আসে ফুটফুটে সন্তান। তারা ছেলের নাম রাখেন ইজান।
সন্তান জন্মের আগেই লোকচক্ষুর আড়ালে চলে যান সানিয়া। জন্মের কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় ছেলের একটা ছবি শেয়ার করেন তিনি। তবে মা-ছেলেকে একসঙ্গে দেখা যায়নি কখনই। এবার ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।
চলমান জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য সম্প্রতি দুবাই থেকে ভারতে এসেছেন সানিয়া। বিমানবন্দরে ছেলেসহ ক্যামেরায় ধরা পড়েন তিনি। ছেলেকে কোলে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে।
এসময় বিমানবন্দরে উপস্থিত আলোকচিত্রীদের অনুরোধে ক্যামেরার সামনে ইজানকে নিয়ে পোজও দেন টেনিস কুইন।
রাজনৈতিক চিরবৈরী ভারত-পাকিস্তান তারকা দম্পতির সন্তানও কম যায়নি। ক্যামেরার সামনে একটুও ঘাবড়ে যায়নি সে। মায়ের মতোই সপ্রতিভ ছিল শিশু ইজান।
এসএইচ-০৩/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)