আবারও বিতর্কে আইপিএল

চলমান আ্ইপিএলটি বিতের্ক জড়জড়িত। বিতর্ক যেন পিছুই ছাড়ছেনা এই ১২তম আসরটির। গতকাল এলিমিনেটর ম্যাচে এবার বিতর্কের কেন্দ্রে অমিত মিশ্র। ফিল্ডারকে বাধা দেওয়ায় আউট দেওয়া হল দিল্লি ক্যাপিটালসের লেগ-স্পিনারকে।

ম্যাচের একদম শেষ ওভারের ঘটনা। তখন দিল্লির জেতার জন্য ৩ বলে দরকার ২ রান। বল করছিলেন সানরাইজার্সর হায়দরাবাদের খলিল আহমেদ।

তখন ব্যাটিং করছিলেন অমিত। রান নেওয়ার জন্য মরিয়া মিশ্র বলটা খেলেই দৌড়াতে শুরু করেন। তাও আবার উইকেটের মাঝখান দিয়ে।

তখনই খলিলকে তিনি বাধা দেন। যদিও খলিল বল তুলে উইকেট লক্ষ্য করে ছুঁড়লেও তা গিয়ে লাগে মিশ্রর হাতে। এরপর আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান খলিলসহ হায়দরাবাদের বাকি ক্রিকেটাররা। রিভিউয়ের পর মিশ্রকে আউট দেওয়া হয়।

আইপিএলের ইতিহাসে দু’বার এরকম ঘটল। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের ইউসুফ পাঠানও পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ফিল্ডিংয়ে বাধা দেওয়ায় আউট হয়েছিলেন।

এসএইচ-০৭/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)